Logo

সারাদেশ

বোয়ালমারীতে সংঘর্ষ : ৩ মনোনয়ন প্রত্যাশীসহ ৯৭৬ জনকে আসামি করে মামলা

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:০১

বোয়ালমারীতে সংঘর্ষ : ৩ মনোনয়ন প্রত্যাশীসহ ৯৭৬ জনকে আসামি করে মামলা

ছবি : সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের নামে পৃথক দুটি মামলা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাতে দায়ের করা দুটি মামলায় মোট ৯৭৬ জনকে আসামি করা হয়েছে। তবে এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

গত ৭ নভেম্বর বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক এমপি এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলামের গ্রুপ এবং উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ, বিএনপির অফিসে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।

এই ঘটনার পর খন্দকার নাসিরুল ইসলামের গ্রুপের বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ শামসুদ্দিন ঝুনুকে প্রধান আসামি করে, জনতা পার্টির ১ নং উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফরকে ২ নম্বর আসামি করে ৩৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০–৪০০ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেন।

অপরদিকে শামসুদ্দিন মিয়া ঝুনুর গ্রুপের সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু খন্দকার নাসিরুল ইসলামকে ১ নম্বর আসামী করে ১৮৮ জনের নাম উল্লেখ ও ২০০–২৫০ অজ্ঞাত আসামি সংবলিত এজাহার থানায় দায়ের করেন। পৃথক দুটি মামলায় শনিবার রাতেই নথিভুক্তি করা হয়।

মামলার বিষয়ে সাবেক সাংসদ ও মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি দুঃখজনক, আমি এর সঙ্গে যুক্ত নই। ঘটনার দিন আমি মধুখালি উপজেলায় প্রগ্রামে ছিলাম। ঘটনায় সালতার বাচ্চু রাজাকার ও বিএনএম-এর শাহ জাফর জড়িত। তারা দীর্ঘদিন ফরিদপুর-১ আসন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।’

অপরদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ‘নাসির সন্ত্রাসী, কখনো বিএনপিতে ভোট দেয়নি। ৭ নভেম্বর তার সন্ত্রাসী বাহিনী তাণ্ডব চালিয়ে খালেদা জিয়ার ও তারেক জিয়ার ছবিসহ বিভিন্ন স্থানে ভাঙচুর করেছে।’

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই পক্ষের বিরুদ্ধেই পৃথক দুটি বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ বিএনপি দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর