টঙ্গীবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:০৬
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকাল ৮টায় মাওয়া পদ্মা সেতু এলাকা থেকে র্যালির সূচনা করেন এ সমাবেশের প্রধান অতিথি, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা।
তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী।
র্যালিটি মাওয়া থেকে শুরু হয়ে হলদিয়া, কনকসার, ঘোরদৌড়, মালিঅংক, কলিকাতা ভোগদিয়া, ঘৌলতলী, জোড়পুল, পূর্ববুড়দিয়া, খেতেরপাড়া, বালিগাঁও ব্রিজ হয়ে পেট্রোল পাম্প পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হয়। এরপর চাঁদের বাজার ও সোনারং মোড় অতিক্রম করে র্যালিটি টঙ্গীবাড়ী উপজেলা শিশু পার্কে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদারসহ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
দুপুর পর্যন্ত চলা এই গণসংযোগে প্রায় ৩০ থেকে ৪০ হাজার নেতা-কর্মী অংশ নেন। সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে লৌহজং ও টঙ্গীবাড়ীর বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় বিএনপি নেতারা জানান, এই গণসংযোগের মাধ্যমে তৃণমূল সংগঠনগুলো আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে উঠবে।
এআরএস

