Logo

সারাদেশ

রংপুরে রিটা রহমানকে মনোনয়নের দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৪৯

রংপুরে রিটা রহমানকে মনোনয়নের দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ

রংপুর-৩ আসনে বিএনপি নেত্রী রিটা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী ও সমর্থকেরা। বুধবার বিকেলে রংপুর নগরীর টাউন হল চত্বর থেকে শুরু হয়ে শান্তিপূর্ণ এই মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাধাবল্লব এলাকায় রিটা রহমানের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। 

মিছিলে অংশগ্রহণকারীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে রিটা রহমানকে রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী করার আহ্বান জানান।

এ সময় মনোনয়ন না পাওয়া বিএনপি নেত্রী রিটা রহমান সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ ও ক্ষোভের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি কোনো চাঁদাবাজ বা জমি দখলকারীর পক্ষে ভোট চাইব না। সাধারণ মানুষের মধ্যে বিএনপির প্রতি এখন একটি জোয়ার এসেছে। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তাদের পক্ষে সাধারণ মানুষ কীভাবে ভোট দেবে— এই প্রশ্ন এখন জনগণের।’

রিটা রহমান আরও বলেন, ‘আমার চেয়ে যোগ্য কাউকে মনোনয়ন দেওয়া হলে আমি আনন্দের সঙ্গে তার জন্য কাজ করতাম। কিন্তু রংপুর সদর-৩ আসনে এমন একজন ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে, যিনি জীবনে একবার জলঢাকা উপজেলায় নির্বাচন করেছিলেন এবং সেখানে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।’

তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালানো হচ্ছে— যেন তিনি রংপুরে থাকেন না। তার সঙ্গে কাজ করা অনেক নেতাকর্মীকেও বিএনপির কমিটিতে রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

রিটা রহমান বলেন, ‘রংপুরের রাজনীতিতে এখন মাফিয়াজম চলছে। এভাবে চলতে থাকলে রংপুরের রাজনীতি ধ্বংস হয়ে যাবে।’

তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জড়িত।

শেষে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রংপুরের সরল মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য সঠিক নেতৃত্ব বেছে নেওয়া জরুরি।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর