Logo

সারাদেশ

রূপগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির ব্যতিক্রম আয়োজন

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৫৯

রূপগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির ব্যতিক্রম আয়োজন

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ছিল ব্যতিক্রম আয়োজন। হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা, স্লোগান ও নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলার বলাইখা এলাকায় আল্লাহর দান আড়তে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন।

সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। সেই ঐতিহাসিক দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন ও উন্নয়নের নতুন ধারা সূচনা করেন।

পরে শোভাযাত্রা বের করা হয়। ব্যান্ডদল, হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দিতে দিতে ভুলতা থেকে গোলাকান্দাইল গোলচত্বর প্রদক্ষিণ শেষে তাঁতবাজার মার্কেটের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন। এতে পুরো ভুলতা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এন বি আকাশ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর