Logo

সারাদেশ

চাঁদপুরে পেঁয়াজের আড়তে ভোক্তা অধিকারের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:০২

চাঁদপুরে পেঁয়াজের আড়তে ভোক্তা অধিকারের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

পেঁয়াজের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে আনসার বাহিনীর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না রাখার অপরাধে লোকনাথ স্টোরের মালিককে ২ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স শুকতারা ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রির অপরাধে নাহিদ স্টোরের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে পেঁয়াজের আড়তগুলোতে মনিটরিং করা হয়। পাশাপাশি আমদানি করা মুগডালে কোনো রঙ মেশানো হয়েছে কি না, তা যাচাই করতে ডালের আড়তগুলোও তদারকি করা হয়।

অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা প্রদান করে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর