মির্জাপুরে যুবক হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন স্ত্রী গ্রেপ্তার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:১৬
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুরে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনায় তার তালাকপ্রাপ্ত স্ত্রী নাসরিন বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন নিহতের বোন আলেয়া বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।
পুলিশ জানায়, নিহত শহিদুল ইসলাম রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। আর গ্রেপ্তার নাসরিন বেগম ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রামের আজম খানের মেয়ে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের তিনজন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর এক ছেলে সন্তান রয়েছে, দ্বিতীয় স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা। মির্জাপুরে কাজ করার সময় তিনি কয়েক বছর আগে নাসরিন বেগমকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। প্রায় এক বছর আগে তাকে তালাক দেন।
তবে তালাকের পরও নাসরিন ‘শহিদুলের স্ত্রী’ পরিচয়ে গোড়াই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি শহিদুল ওই বাসায় গেলে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নাসরিন স্থানীয় কিছু যুবককে দিয়ে শহিদুলকে মারধর করান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম বলেন, ‘আমরা দেশের বাড়িতে থাকতাম। তার এই তৃতীয় বিয়ের কথা আমরা জানতাম না। কাজের প্রয়োজনে সে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো।’
নিহতের বোন আলেয়া বেগম বলেন, ‘শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আমি তাকে বাসে উঠিয়ে দিই। এক ঘণ্টা পর সে ফোনে জানায়, মির্জাপুরে নাসরিন নামের এক নারী তাকে মারপিট করাচ্ছে। কিছুক্ষণ পর থেকেই তার ফোন বন্ধ পাই।’
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’
রাব্বি ইসলাম/এআরএস

