সীতাকুণ্ডকে সন্ত্রাসমুক্ত আধুনিক অঞ্চল হিসেবে গড়তে চান কাজী সালাউদ্দিন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:২৮
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আংশিক পাহাড়তলী ও আকবরশাহ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন বলেছেন, ‘জনগণের ভালোবাসা ও সহযোগিতায় নির্বাচিত হতে পারলে সীতাকুণ্ডসহ পুরো অঞ্চলের চেহারা বদলে দেব। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে আধুনিক ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলব।’
রোববার (৯ নভেম্বর) বিকেলে সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কাজী সালাউদ্দিন বলেন, ‘চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষ প্রতীকে আমাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। সীতাকুণ্ডের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে চন্দ্রনাথ পাহাড়, বোটানিক্যাল গার্ডেন, ইকোপার্ক, বাঁশবাড়িয়া ও গুলিয়াখালী সমুদ্রসৈকতকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটন জোন গড়ে তোলা হবে।’
তিনি আরও বলেন, ‘শিপইয়ার্ড শিল্পে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সংরক্ষণে কাজ করব।’
দলীয় কোন্দল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপিতে অতীতে কোনো বিরোধ ছিল না, ভবিষ্যতেও হবে না। সবাই দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবে।’
মতবিনিময় সভাটি পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও নির্বাচনী মিডিয়া সেলের টিম লিড অ্যাডভোকেট মো. সারোয়ার হোসাইন লাভলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য সচিব গাজী মো. সুজাউদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু জাফর ভূঁইয়া, কুমিরা ইউনিয়নের সাবেক সভাপতি মো. শামসুদ্দোহা এবং পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এআরএস

