চাঁদপুরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৩
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী পৃথক চেকপোস্ট বসিয়ে ২৯০টি যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২৯টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া লাইসেন্স না থাকায় তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার পূর্ব বড়ালি মসজিদসংলগ্ন ফরিদগঞ্জ-রায়পুর সড়কে চেকপোস্ট বসিয়ে ১১০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় চালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে ১৩টি মামলা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একইদিন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যৌথবাহিনী চেকপোস্ট বসিয়ে ১৮০টি যানবাহনে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল চালক ও প্রাইভেটকার মালিকের বিরুদ্ধে ১৬টি মামলা দিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম দমন ও আইনের শাসন সমুন্নত রাখতে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’
আলআমিন ভূঁইয়া/এআরএস

