Logo

সারাদেশ

বরিশালে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

Icon

জেআই জুয়েল, বরিশাল

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৬

বরিশালে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ছবি : বাংলাদেশের খবর

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া সকল মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব। তাদের ত্যাগেই আজকের স্বাধীন বাংলাদেশ। তাই তাদের প্রতি সম্মান ও সহযোগিতা আমাদের দায়িত্ব।’

তিনি আরও জানান, সম্প্রতি এক অসহায় মুক্তিযোদ্ধা তার কাছে ঘর চেয়ে আবেদন করেছেন। এমন বিষয়গুলোতে সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সভায় বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধারা চেষ্টা করি যেন কেউ অবহেলিত না থাকে। সবাই যদি একসাথে কাজ করি, মুক্তিযোদ্ধাদের জীবন আরও সম্মানজনক হবে।’

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুচিকান্ত, অতিরিক্ত পুলিশ কমিশনার বেল্লাল, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোরশেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জেলা প্রশাসক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর