জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান
হালুয়াঘাটে ৩ শহীদ পরিবারের বিএনপিতে যোগদান
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৪০
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের হালুয়াঘাটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিহত তিন শহীদের পরিবারের সদস্যরা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত যোগদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন তারা।
অনুষ্ঠানে শহীদ কাওসার বিজয় ফরাজীর পিতা সায়েদুল ইসলাম ফরাজী, শহীদ শেখ সেলিমের পিতা কলিম উদ্দিন, মা সখিনা খাতুন, স্ত্রী আসমা খানম, ছেলে শাওন এবং শহীদ মনির হোসেন রাসেলের পিতা নিজাম উদ্দিন বিএনপির প্রাথমিক সদস্য ফরমে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। নিহত রাসেলের লাশ এখনো উদ্ধার হয়নি বলে জানানো হয়।
শহীদ পরিবারের সদস্যরা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণ কেবল বিএনপির নেতৃত্বেই সম্ভব। তারা শেখ হাসিনা ও অন্যান্য দায়ীদের বিচারের দাবি জানান এবং ময়মনসিংহ-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে দলে বরণ করে নিয়ে তিনি বলেন, ‘তাদের এই সমর্থন ও আস্থা আমার জন্য গৌরবের। আমি শহীদদের রক্তের ঋণ শোধ করতে আজীবন কাজ করে যাব।’
সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, শহীদ পরিবারের স্বজনরা ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
বিকেলে এমরান সালেহ প্রিন্স গারো অধ্যুষিত বোয়ালমারা এলাকায় গারো সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। গারো নেতৃবৃন্দও তাঁর প্রতি সমর্থন ঘোষণা করেন। পরে তিনি সুমনিয়া পাড়া বাজারে গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
উমর ফারুক আকাশ/এআরএস

