Logo

সারাদেশ

১৪৪ ধারা জারি

সাঘাটায় বিএনপির প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৯:০৬

সাঘাটায় বিএনপির প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও বহিস্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাতের মোটরসাইকেল শো-ডাউনকে কেন্দ্র করে সাঘাটায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সম্ভাব্য সহিংসতা এড়াতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গাইবান্ধার সাঘাটায় রোববার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ জারি করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. আল কামাল তমাল।

উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহসভাপতি ফারুক আলম সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর নাহিদুজ্জামান নিশাত ক্ষুব্ধ হয়ে ওঠেন। তার কারণে মনোনয়নকে কেন্দ্র করে গাইবান্ধা-৫ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোন্দল শুরু হয়। ওই দিন থেকে বিএনপির দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে আসে।

নিশাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিয়ে নির্বাচনী মহড়া দিতে প্রস্তুতি নেন এবং তার সমর্থকদের সংগঠিত করেন। একই সময় মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারও নির্বাচনী মহড়া দিতে মাঠে প্রস্তুতি নেন। দুই পক্ষের অবস্থান ও প্রতিযোগিতা সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় উত্তেজনা ছড়িয়ে দেয়।

আজ নিশাত তার সমর্থকসহ নারী-পুরুষকে ট্রাক ও মোটরসাইকেলে তুলে বোনারপাড়ার দিকে রওনা দেন। এ সময় হাপানিয়ার মোড় এলাকায় নিশাতের মোটরসাইকেল বহরের কিছু অংশে মোটরসাইকেল ও সিএনজি ভাঙচুর হয় এবং কয়েকজনকে মারপিট করা হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আতিকুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর