Logo

সারাদেশ

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

Icon

আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৯:০৮

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মসুরিভেজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের চার কিশোরী পানিতে ডুবে মারা গিয়েছেন। 

রোববার (৯ নভেম্বর) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা খাতুন (১৪), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া খাতুন (১০), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলসিয়া খাতুন (১০) এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম খাতুন (১৪)। তারা দুই ভাই— মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে চার শিশু কন্যা একসঙ্গে মসুরিভেজা বিলে শাপলা ফুল তুলতে যায়। দীর্ঘ সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করতে শুরু করেন। পরে স্থানীয়রা বিলের পানিতে ভাসমান অবস্থায় তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আরও একজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর