Logo

সারাদেশ

মাগুরার নতুন ডিসি আব্দুল্লাহ আল মাহমুদ

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ২০:৩১

মাগুরার নতুন ডিসি আব্দুল্লাহ আল মাহমুদ

মাগুরার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ।

মাগুরা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনি এর আগে সরকারের বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে সদ্য বদলিকৃত মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে মাগুরাসহ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রশাসনিক ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

তাছিন জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জেলা প্রশাসক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর