Logo

সারাদেশ

বরগুনায় মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের, বাদীকে ৭ দিনের কারাদণ্ড

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ২০:৩৫

বরগুনায় মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের, বাদীকে ৭ দিনের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

বরগুনার পাথরঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করায় আদালত বাদীকে কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর বাদশা মিয়াকে আদালত কক্ষ থেকেই কারাগারে পাঠানো হয়।

রোববার (৯ নভেম্বর) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ এই রায় ঘোষণা করেন।

দ্রুত বিচার আইনে দায়ের করা মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী, পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত হামেজ সিকদারের ছেলে মো. বাদশা মিয়া (৫৮), সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডের মুখোমুখি হন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ এপ্রিল বাদশা মিয়া প্রতিপক্ষ নাসির হাওলাদারসহ সাতজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলা (সি/আর নং-৭০/২০২৫) দায়ের করেন। তদন্তে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাদীর স্ত্রী আলেয়া বেগমের আঘাত আসলে আসামিদের মারধরের কারণে নয়, বরং সড়ক দুর্ঘটনাজনিত।

শুনানিতে সাক্ষীদের বক্তব্য এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা বলে রায় দেন। পরবর্তীতে বাদী সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়ে দোষ স্বীকার করলে আদালত তাকে সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

খান নাঈম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কারাদণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর