Logo

সারাদেশ

বিজিবির তৎপরতায় ভারত থেকে ৫টি গরু ফেরত পেল বাংলাদেশি কৃষক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ২০:৪৬

বিজিবির তৎপরতায় ভারত থেকে ৫টি গরু ফেরত পেল বাংলাদেশি কৃষক

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সীমান্ত থেকে বাংলাদেশীদের কাছে নেওয়া ৫টি গরু ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (৯ নভেম্বর) বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো বাংলাদেশীদের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে বিএসএফ পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের মো. মোস্তফার ১টি, ইদু মিয়ার ২টি এবং ডিএম সাহেবনগর গ্রামের জামাল উদ্দিনের ২টি গরু নিয়ে যায়। বিএসএফের দাবি, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে গরুগুলো বাংলাদেশে প্রবেশ করার কারণে এগুলো আটক করা হয়েছে।

গরুর মালিক জামাল উদ্দিন জানান, ‘গরু ধরে নেওয়ার পরে মানসিকভাবে খুব চাপে ছিলাম। বিজিবির তৎপরতায় গরুগুলো ফেরত পেয়েছি।’

রোববার (৯ নভেম্বর) ডিএম সাহেবনগর গ্রামের সীমান্তে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেওয়া হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কালিকাপুর ক্যাম্প এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মন্ডু বসত্তু ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি সূত্র জানিয়েছে, হঠাৎ সীমান্তে গরু পাচারকারীরা সক্রিয় হয়েছে। গত কিছুদিন ধরে রাঙ্গামাটিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনা হচ্ছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় গরুগুলো আটক করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে ফেরতের বিষয়ে যোগাযোগ করলে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ গরুগুলো ফেরত দেয়।’

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি বিএসএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর