Logo

সারাদেশ

লালমোহনে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ২০:৫০

লালমোহনে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ভোলার লালমোহন উপজেলায় পৃথকস্থানে তিন শিশুর পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার (৯ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার কালমা ও চরভূতা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো— কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার নূর ইসলামের ৫ বছরের মেয়ে মোহনা আক্তার, একই এলাকার মৃত শফিকুল ইসলামের ৫ বছরের মেয়ে নুসরাত এবং চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকার আকতার হোসেনের দেড় বছরের ছেলে মো. আলিফ।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় মোহনা ও নুসরাত একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে খেলার উদ্দেশ্যে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলের দিকে বসতবাড়ি সংলগ্ন একটি পুকুরে তাদের খুঁজে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা পুকুর থেকে শিশুদ্বয়ের নিথর দেহ উদ্ধার করেন।

একইদিন দুপুরে চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আলিফ। তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই তিন শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পৃথকভাবে তিনটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সোয়েব মেজবাহউদ্দিন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর