Logo

সারাদেশ

খাগড়াছড়ি কারাগারের দেয়াল টপকে ২ আসামির পলায়ন, একজন আটক

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ২১:৩৮

খাগড়াছড়ি কারাগারের দেয়াল টপকে ২ আসামির পলায়ন, একজন আটক

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগার থেকে দুই হাজতি পলায়ন করেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে কারাগারের দক্ষিণ পাশের দেয়াল পেরিয়ে পালিয়ে যান দুই হাজতি। এদের একজন শফিকুল ইসলাম (২৪)। শফিকুল খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। অপরজন রাজিব হোসেন (২০)। তিনি রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

রাজিব হোসেনকে পালানোর কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিএন্ডটি গেটের সামনে থেকে আটক করা হয়। তবে শফিকুল ইসলাম এখনও পলাতক রয়েছেন।

খাগড়াছড়ি জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘দুই হাজতি দেয়াল পেরিয়ে পালানোর চেষ্টা করেছিল। স্থানীয়দের সহায়তায় একজনকে দ্রুত আটক করা সম্ভব হয়েছে। বাকিজনকে ধরতে অভিযান চলছে। খাগড়াছড়ি শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।’

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর