বান্দরবানে স্মরণসভা
শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের আহ্বান ইউপিডিএফ গণতান্ত্রিকের
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৩:০০
ইউপিডিএফ-এর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা। ছবি : বাংলাদেশের খবর
‘জুম্ম জনগণকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি হয়েছিল, তা সম্পূর্ণ বাস্তবায়ন করতে কঠোর সংগ্রাম করতে হবে।’
সোমবার (১০ নভেম্বর) সকালে বান্দরবান জেলা শহরের রয়েল হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ইউপিডিএফ-এর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভায় এ কথা বলেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় উপদেষ্টা আপ্রুমং মারমা।
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা হলো ভূমি বিরোধ। পার্বত্য মন্ত্রণালয় ভূমি কমিশন গঠন করলেও এখনও কার্যক্রম দেখা যায়নি। এর ফলে ভূমি-বিরোধ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কেএনএফ, জেএসএস ও প্রসীত, ইউপিডিএফসহ কিছু সংগঠন শান্তি চুক্তির বিরোধিতা করছে। কিছু সংগঠন নিজেদের ল্যান্ড দাবি করছে, যা পার্বত্য চট্টগ্রামে অশান্তি তৈরি করছে। ইউপিডিএফ গণতান্ত্রিক এই অশান্তি হতে দেবে না। শান্তি ফিরিয়ে আনতে আমাদের পতাকা তলে এসে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
ইউপিডিএফ প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা সম্পর্কে তিনি বলেন, ‘তিনি জুম্ম জনগণের অধিকার আদায়ের এক অবিসংবাদিত নেতা ছিলেন। তাঁর নেতৃত্ব ও আদর্শ আজও জুম্ম সমাজের অনুপ্রেরণার উৎস।’
স্মরণ সভায় বান্দরবান জেলার ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি রামতন সাং বম মালেক বলেন, ‘দীর্ঘদিন শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ায় আঞ্চলিক সংগঠনের নামে সংঘাত বাড়ছে। জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে এবং চুক্তিবিরোধী কার্যক্রম প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।’ তিনি বলেন, জনগণের পাশে থেকে পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য কাজ করে যাবেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা আপ্রু মার্মা, কেন্দ্রীয় সদস্য জ্যোতিজ চাকমা, জেলা কমিটির সদস্য সচিব বিকাশ চাকমা, লামা উপজেলা কমিটির সভাপতি মংসইপ্রু ত্রিপুরা, বান্দরবান জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এইচকে

