সুন্দরবনে নিখোঁজ সাবেক নারী পাইলটের মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৪:৪১
সুন্দরবনের পশুর নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজাল (২৮)-এর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি : বাংলাদেশের খবর
সুন্দরবনের পশুর নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক পাইলট রিয়ানা আবজাল (২৮)-এর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নারী পর্যটক রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি পেশায় পাইলট ছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
এর আগে গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঢাংমারী ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী ট্রলার উল্টে গেলে নিখোঁজ হন রিয়ানা আবজাল।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত মরদেহ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভ্যালিতে পরিবারসহ অবস্থান করছিলেন রিয়ানা। শনিবার সকালে ১৩ জন পর্যটক মিলে একটি নৌকায় করে করমজল পর্যটনকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় সবাই নদীতে পড়ে যান। কেউ কেউ সাঁতরে কূলে উঠলেও রিয়ানা নিখোঁজ ছিলেন।
শেখ আবু তালেব/এমবি

