Logo

সারাদেশ

শিশুসহ এক পরিবারের ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৫:০০

শিশুসহ এক পরিবারের ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা সীমান্তে তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৩২-এর ১ নম্বর সাব-পিলার এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়েছে। 

বাংলাদেশিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার পদমপাল এলাকার একই পরিবারের অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও তিন বছর বয়সী শিশু অরণ্য কুমার ভৌমিক। 

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে ১৮ বিজিবি পঞ্চগড় ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক এবং বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অরবিন পাঠান নেতৃত্ব দেন। এসময় দুই বাহিনীর পাঁচজন উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, কিছুদিন আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান যে, তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। 

বিএসএফ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে, ওই তিন বাংলাদেশি প্রায় এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ হতে সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। বিএসএফ কোম্পানি কমান্ডার তিন নাগরিকদের ঠিকানা ও মোবাইল নম্বর শেয়ার করে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক হলে তাদের গ্রহণ করা হবে বলে বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফ ক্যাম্প কমান্ডারকে আশ্বস্ত করেন। 

পরে বিএসএফের হাতে আটককৃতদের নাম ও ঠিকানা অনুযায়ী তাদের পরিবারের সঙ্গে পুলিশ ও বিজিবি যোগাযোগ করে নিশ্চিত হয় যে, তারা বাংলাদেশের নাগরিক। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে তিন বাংলাদেশিকে হস্তান্তর করে। বিজিবি তাদেরকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হওয়ার পরে আমরা তাদের পরিচয় শনাক্ত করি এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাদের হস্তান্তর করে। তাদের তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, বিজিবি তিন বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এসকে দোয়েল/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি বিএসএফ সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর