গাজীপুর সাফারি পার্কে উগান্ডার জাতীয় পাখির ছানার জন্ম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৫:১৭
গাজীপুরের শ্রীপুরে ‘গাজীপুর সাফারি পার্কে’ প্রথমবারের মতো উগান্ডার জাতীয় পাখি ‘গ্রে ক্রাউন্ড ক্রেন’-এর ছানার জন্ম হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে ‘গাজীপুর সাফারি পার্কে’ প্রথমবারের মতো উগান্ডার জাতীয় পাখি ‘গ্রে ক্রাউন্ড ক্রেন’-এর ছানার জন্ম হয়েছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে এ পাখির এটি প্রথম সফল প্রজনন।
সোমবার (১০ নভেম্বর) সাফারি কিংডম এলাকায় গিয়ে দেখা যায়, বিশাল খাঁচার এক কোণে মা-বাবা পাখি তাদের ছোট্ট ছানাটিকে নিয়ে সতর্কভাবে ঘুরে বেড়াচ্ছে। আশপাশে সামান্য শব্দ বা মানুষের উপস্থিতি টের পেলেই দু’টি পাখি লম্বা গলা তুলে চারপাশে নজর রাখছে। ছানার গায়ে সাদা ও বাদামি রঙের পালক রয়েছে। মাথার লোম কিছুটা বড় হলেও এখনো ঝুঁটি গজায়নি।
পার্কের তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা থেকে ২০১৩ সালে আনা হয়েছিল এ জোড়া গ্রে ক্রাউন্ড ক্রেন। এর আগে একাধিকবার ডিম দিলেও বাচ্চা ফোটেনি। এবারই প্রথম সাফল্য মিলেছে। গত ২৯ সেপ্টেম্বর তিনটি ডিমের একটি থেকে ছানার জন্ম হয়।

ওয়াইল্ডলাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, ‘বাংলাদেশে এ প্রথম গ্রে ক্রাউন্ড ক্রেনের ছানার জন্ম হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়। বিদেশি এ প্রজাতিটি এখন স্থানীয় পরিবেশে মানিয়ে নিয়েছে। ভবিষ্যতে আরও প্রজননের সম্ভাবনা দেখা যাচ্ছে।’
তিনি জানান, উন্মুক্ত পরিবেশে এ প্রজাতির পাখি সাধারণত ২০ বছর পর্যন্ত বাঁচে। আর আবদ্ধ পরিবেশে প্রায় ২৫ বছর পর্যন্ত টিকে থাকে গ্রে ক্রাউন্ড ক্রেন। তিন বছর বয়সে তারা প্রাপ্তবয়স্ক হয়। একবার সঙ্গী বেছে নিলে সারা জীবন সেই সম্পর্ক অটুট থাকে।

সহকারী বন সংরক্ষক ও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান বলেন, ‘এই জন্ম আমাদের সাফারি পার্কের পরিবেশ যে আন্তর্জাতিক মানের, তারই প্রমাণ। মা-বাবা ও ছানার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’
বিশ্বজুড়ে দৃষ্টিনন্দন সৌন্দর্য, ঝুঁটিওয়ালা মাথা ও বিচিত্র আচরণের জন্য পরিচিত গ্রে ক্রাউন্ড ক্রেন অন্যান্য পাখির ডাক অনুকরণ করতে পারে। বুদ্ধিদীপ্তভাবে টিকে থাকার কৌশল প্রয়োগ করে থাকে পাখিটি।
সোহাগ/এমবি

