নিখোঁজের চারদিন পর শিশু আনাসের মরদেহ উদ্ধার, আটক ৩
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:৫০
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর বিলের পানিতে ভেসে উঠল চার বছরের শিশু আনাস খানের মরদেহ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাজবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া মধ্যপাড়া নতুন বাজার বাঙ্গালপাড়া এলাকার একটি বিল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আনাস খান (৪) ওই গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের ছেলে। পরিবারের দ্বিতীয় সন্তান আনাস স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণিতে পড়ত।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টার দিকে নাস্তা শেষে বাইসাইকেল নিয়ে খেলতে বের হয় আনাস। পরে দীর্ঘ সময়েও ফিরে না এলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সকাল ১০টার দিকে প্রতিবেশীর বাড়ির উঠানে আনাসের সাইকেল পাওয়া গেলেও তার কোনো খোঁজ মেলেনি। ওই দিনই আনাসের দাদা হাসেন আলী খান শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। চারদিন পর সোমবার সকালে বাড়ির পাশের বিলের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী নজরুল ইসলাম (৫০), তার স্ত্রী শাহীনুর (৩০) এবং আরও এক নারীকে আটক করেছে পুলিশ।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র জানায়, নিখোঁজের পর পরিবারের করা জিডির সূত্র ধরে তদন্তে নামে ডিবি ও থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে নজরুল ও তার স্ত্রীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘জিডির সূত্র ধরে ডিবি ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত চালায়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মেরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জেলা গোয়েন্দা পুলিশ দেখছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে চলছে।’
শিশু আনাসের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
- আতাউর রহমান সোহেল/এমআই

