কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৮:৩৫
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারে উখিয়া উপজেলা সদরে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ইতিমধ্যে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় অনেকেই আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের দক্ষিণ স্টেশনের একরাম মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে ডলার ত্রিপুরা বলেন, ‘বিকেলে উখিয়া সদর স্টেশনের একরাম মার্কেটে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহূর্তে আগুন ছড়িয়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ২টি এবং কক্সবাজার স্টেশন থেকে ১ টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।’
আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি তথ্য দিয়ে তিনি বলেন, আগুনে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নানা স্থাপনা পুড়ে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নিয়ন্ত্রণের আসার পর ক্ষয়ক্ষতিসহ ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানান ডলার ত্রিপুরা।
এদিকে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. সাজেদুল ইমরান শাওন নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে আগত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন।
- ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই

