Logo

সারাদেশ

সেতুর ছবি তোলার সময় নেত্রকোনায় সাংবাদিককে কুপিয়ে জখম

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৮:৩৬

সেতুর ছবি তোলার সময় নেত্রকোনায় সাংবাদিককে কুপিয়ে জখম

আহত লুৎফুজ্জামান ফকির। ছবি : বাংলাদেশের খবর

‘রূপসী বাংলা’ টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকিরকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১০ নভেম্বর) নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ঘাট এলাকার কাঠের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তোলার সময় হঠাৎ বেশ কয়েকজন দুর্বৃত্ত চাপাতি দিয়ে লুৎফুজ্জামানকে কোপাতে থাকে। তার সঙ্গে থাকা সাংবাদিক শাজাহান শেখ বাধা দিতে গেলে তাকেও কোপানোর হুমকি দেওয়া হয়। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা লুৎফুজ্জামানকে উদ্ধার করে দুর্গাপুর সরকারি হাসপাতালে নেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিকা বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনা শোনার পরেই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ হাসান/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর সাংবাদিক নির্যাতন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর