Logo

সারাদেশ

আ.লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি : কুমিল্লায় ইসলামী আন্দোলন নেতা গ্রেপ্তার

দুই থানার বক্তব্যে বিপরীত তথ্য

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৯:১৪

আ.লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি : কুমিল্লায় ইসলামী আন্দোলন নেতা গ্রেপ্তার

ইসলামী আন্দোলন নেতা আব্দুর রশিদ। ছবি : সংগৃহীত

  • সদর দক্ষিণ থানার একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে : ওসি, লালমাই
  • আমাদের থানায় আব্দুর রশিদের নামে কোনো মামলা নেই : ওসি, সদর দক্ষিণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে ‘নাশকতার আশঙ্কায়’ গ্রেপ্তার করেছে পুলিশ- এমন অভিযোগ তুলেছে দলটি। গ্রেপ্তার হওয়া ব্যক্তি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি আব্দুর রশিদ।

সোমবার (১০ নভেম্বর) সকালে এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা-১০ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফী বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের নেতা আব্দুর রশিদকে অযৌক্তিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ।”

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশ আবারও পুরোনো পথে হাঁটছে। আমাদের সহসভাপতি আব্দুর রশিদ ভাইকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। থানায় গিয়ে জানতে চাইলেও পুলিশ কোনো পরিষ্কার উত্তর দিতে পারেনি। তারা বলেছে, ১৩ তারিখ সামনে রেখে তিনি নাশকতার পরিকল্পনা করছেন। আমরা প্রমাণ চাইলে তা দেখাতে ব্যর্থ হয়েছে।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিবৃতিতে আব্দুর রশিদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। দলীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটি ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার আসরের পর থানার কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ ও মাগরিবের পর সংবাদ সম্মেলন শেষে আগামী মঙ্গলবার বিকেল ৩টায় আব্দুর রশিদের নিজ গ্রাম মাহমুদনগরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সদর দক্ষিণ থানার একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শুধু সহযোগিতা করেছি।’

অন্যদিকে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, ‘আমাদের থানায় আব্দুর রশিদের নামে কোনো মামলা নেই। লালমাই থানা থেকেই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

দুই থানার ওসিদের বিপরীত বক্তব্যে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা দ্রুত আব্দুর রশিদের নিঃশর্ত মুক্তি ও গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোহাইবুল ইসলাম সোহাগ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ইসলামী আন্দোলন বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর