Logo

সারাদেশ

ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালক নিহত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:০১

ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালক নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া (৩৫) মারা গেছেন। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া (৩৫) মারা গেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, তিনজন ব্যক্তি হেঁটে এসে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

নিহত জুলহাস উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, গভীর রাতে আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর