ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক রেজা (৩৮) নিহত হয়েছেন। এ সময় নুরুজ্জামান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক রেজা শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। তিনি মহেশপুর ভূমি অফিসে নাজির পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রাতে রফিক রেজা ও নুরুজ্জামান মোটরসাইকেলে করে মহেশপুর থেকে কালীগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে পাতিবিলা বটতলায় রাস্তার ওপর রাখা বালির স্তূপে মোটরসাইকেল উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যান। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রফিক রেজা নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুরুজ্জামানকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উদীচী শিল্পীগোষ্ঠী শৈলকুপা শাখার সভাপতি আলমগীর অরণ্য বলেন, রফিক রেজা ছিলেন একাধারে কবি, প্রাবন্ধিক ও গবেষণামুখী সংস্কৃতিকর্মী। তার লেখায় মানবতা, ভালোবাসা ও জীবনের বাস্তবতা প্রকাশ পেত। তার অকাল মৃত্যুতে জেলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এম বুরহান উদ্দীন/এমবি

