Logo

সারাদেশ

ফরিদপুর জেলা আ.লীগের সহসভাপতি ‘বোম ফারুক’ গ্রেপ্তার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৬:৩৫

ফরিদপুর জেলা আ.লীগের সহসভাপতি ‘বোম ফারুক’ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

‘আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকুন’ এই আহ্বান জানানোর পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফারুক হোসেন ওরফে বোম ফারুককে (৬৭) গ্রেপ্তার হয়েছেন। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

মো. ফারুক হোসেন ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বাসিন্দা। এছাড়া তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

এর আগে গত ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে ফারুক হোসেন নিজেকে জেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পেয়েছেন লিখে পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিয়েছেন। 

ওই পোস্টে তিনি লেখেন, ‘ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত সকল থানা, পৌরসভা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ, আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকুন। ১০-১১-১২ স্ব-স্ব এলাকায় প্রত্যেকের অবস্থান থেকে, মিছিল করুন।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পোস্ট দেয়ার সাতদিনের মধ্যে সোমবার তাকে আটক করে জেলা পুলিশ।

ফরিদপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর মো. আবদুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মো. ফারুক হোসেন কোতোয়ালি থানার দুটি মামলার এজাহারভূক্ত আসামি।’

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঝিলটুলী এলাকা থেকে আটক করা হয় ফারুক হোসেনকে। মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।’

  • অপূর্ব অসীম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর