জমির বিরোধে হাসপাতালের ভেতরে ঢুকে মারধর, আহত ৩
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৪
ফাইল ছবি (সংগৃহীত)
বরিশালের গৌরনদীতে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সরকারি হাসপাতালের ওয়াশরুমে আশ্রয় নিয়েও রক্ষা পাননি এক পরিবার। হামলাকারীরা ওয়াশরুম থেকে টেনে-হিঁচড়ে বের করে বেধড়ক মারধর করে তিনজনকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার সুন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— কালাম ফকির, তার ছেলে আরাফাত ফকির ও মেয়ে তানিয়া বেগম।
ভুক্তভোগী আরাফাত ফকির জানান, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বিকেলে একই গ্রামের লুৎফর শিকদারের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে তার মা নাসিমা বেগম ও লুৎফর শিকদার আহত হন। পরে স্থানীয়রা তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরাফাতের অভিযোগ, সন্ধ্যায় বার্থী এলাকার কাইয়ুম খানের নেতৃত্বে ১০-১২ জন লোক হাসপাতালে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়। এতে তিনি, তার বাবা কালাম ফকির ও দুই বোন আহত হন।
তানিয়া বেগম বলেন, ‘হামলা থেকে বাঁচতে আমরা ওয়াশরুমে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু কাইয়ুম খান ও তার সহযোগীরা আমাদের টেনে বের করে বেধড়ক মারধর করে।’
খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পুলিশের আগেই হামলাকারীরা স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যায়।
ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ অস্বীকার করে কাইয়ুম খান বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। ঘটনার সময় যুবদলের একটি অনুষ্ঠানে ছিলাম।’
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন বলেন, ‘হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। সরকারি হাসপাতালের ভেতরে হামলার প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমএইচএস

