গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
যান চলাচল বন্ধ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:৩৬
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুর-৬ আসনের পুনর্বহালের দাবিতে বিএনপি নেতাকর্মীরা বুধবার (১২ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। তারা সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন, ফলে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

টঙ্গী কলেজগেট এলাকায় স্থানীয় বাসিন্দারা সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক রিটের চূড়ান্ত শুনানিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করেছে। এতে বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল হবে এবং গাজীপুর-৬ আসন বাতিল হবে। বিএনপি নেতারা হাইকোর্টের রায়ের পর ফের আসন রক্ষার জন্য আপিল করেছেন।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, ‘টঙ্গীতে বিএনপি নেতাকর্মীরা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।’
এমএইচএস

