Logo

সারাদেশ

বৈদ্যুতিক খুঁটি থেকে ছিটকে পড়লেন নেসকোর দুই কর্মচারী

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৪:৫৬

বৈদ্যুতিক খুঁটি থেকে ছিটকে পড়লেন নেসকোর দুই কর্মচারী

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহীতে ট্রান্সমিশন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে রাজশাহী আদালত এলাকার কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) একটি দল ওই এলাকায় বৈদ্যুতিক জোড়া খুঁটির ওপর ট্রান্সমিশন লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুতের প্রবাহ চালু থাকায় একজন কর্মচারী বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পড়ে যান এবং অপরজন খুঁটির ওপর ঝুলে থাকেন। পরে সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সঙ্কর কে. বিশ্বাস বলেন, ‘আহত দুই কর্মচারীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইন বন্ধ না করেই মেরামত কাজ শুরু করায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, অপরজন আইসিইউতে আছেন। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত টিম গঠন করা হয়েছে।’

  • পিটার মিখাইল সরেন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর