Logo

সারাদেশ

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীদের মতবিনিময়

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৬:৩৩

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীদের মতবিনিময়

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মনোনীত দুই সংসদ প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

এসময় বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ আসনের প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. ওহাব প্রমুখ।

সভায় বিএনপির প্রার্থীরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সত্য তুলে ধরতে হবে। পাশাপাশি তারা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় জেলা ও উপজেলার বিভিন্ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মাহফুজ রহমান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর