লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে মোটরসাইকেল শোভাযাত্রা
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৯:৫১
ছবি : বাংলাদেশের খবর
লকডাউনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপি আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এস এম আব্দুল হালিমের নির্দেশে বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ শোভাযাত্রা বের করা হয়।
প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা মোড়ে পথসভায় মিলিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন এস এম আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, মাহাবুর আলম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী চক্র ১৩ নভেম্বরকে কেন্দ্র করে লকডাউনের ডাক দিয়েছে। আমরা শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। ইসলামপুরের প্রতিটি পাড়া-মহল্লা, ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবেন।’
শোভাযাত্রা ও পথসভায় উপজেলা ও ইউনিয়ন যুবদলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মেহেদী হাসান/এআরএস

