কুমিল্লায় প্রবাস ফেরত মান্নানের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৯:৫৬
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাহাপুর এলাকায় প্রবাস ফেরত ও মুদি দোকানদার আব্দুল মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে আনা মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে শাহাপুর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পারিবারিক ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নানকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে তার দোকানে রাতের আঁধারে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য রেখে সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তার করানো হয়।
বক্তারা বলেন, আব্দুল মান্নান একজন সহজ-সরল ও পরিশ্রমী মানুষ। প্রবাস থেকে ফিরে এসে তিনি সামান্য মুদি দোকান চালিয়ে পরিবারের ভরণপোষণ করছিলেন। তার স্ত্রী ও এক মেয়ে নিয়ে কষ্টে-সৃষ্টে সংসার চালাচ্ছিলেন। কিন্তু কিছু কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে তাকে ফাঁসিয়েছে।
তারা আরও বলেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে যেভাবে মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে, প্রশাসনের উচিত প্রকৃত ঘটনা তদন্ত করে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা এবং দ্রুত তার মুক্তির ব্যবস্থা করা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং মান্নানের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন, সর্দার আব্দুল মন্নান মনু, প্রবাসী আব্দুল মতিন, প্রবাসী ওমর ফারুক মৈশান, আবদুস সাত্তার মাস্টার, হাবিব শিল্পপতি, ব্যবসায়ী সাকিব, বিশিষ্ট ব্যবসায়ী মিছির, আলফু মিয়া, সফিকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এআরএস

