Logo

সারাদেশ

ফতুল্লায় ভাঙারি ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৯:৫৯

ফতুল্লায় ভাঙারি ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাঙারির ব্যবসায়ী মো. রাকিব হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ফতুল্লার মো. আবুল কালামের ছেলে মানিক ওরফে গিয়ার মানিক (২৭), ঢাকার গেন্ডারিয়া এলাকার আক্কাস আলীর ছেলে উজ্জ্বল (২৬), ফতুল্লার হানিফ মোল্লার ছেলে রাহাত মোল্লা (২৪), মৃত হারুন মিয়ার ছেলে ইলিয়াস হোসেন ওরফে জয় (২৫) এবং দুলাল কাউন্টারের ছেলে জুলহাস ওরফে জয় (২৭)।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০১৯ সালের ১২ আগস্ট রাতে ফতুল্লার নয়ামাটি এলাকায় মো. নওশাদ বেপারীর ছেলে ভাঙারির ব্যবসায়ী মো. রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা নওশাদ বেপারী বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।

ইমতিয়াজ আহমেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর