Logo

সারাদেশ

লোহাগাড়ায় ট্রমা সেন্টারে ডিজিটাল এক্স-রে মেশিন চালু

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২০:১২

লোহাগাড়ায় ট্রমা সেন্টারে ডিজিটাল এক্স-রে মেশিন চালু

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ট্রমা সেন্টারে চালু হলো ডিজিটাল এক্স-রে মেশিনের কার্যক্রম। এখন থেকে এই ট্রমা সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীরা সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এক্স-রে সেবা নিতে পারবেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১২টায় ট্রমা সেন্টারে এক্স-রে মেশিনের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘লোহাগাড়ার বিপুল জনগোষ্ঠীর জন্য এই এক্স-রে মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দরিদ্র মানুষ স্বল্প খরচে পরীক্ষা করাতে পারবে, প্রাইভেট হাসপাতালে অতিরিক্ত খরচ করতে হবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেবার মান উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি উপজেলায় যোগদানের পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. ইকবাল হোসাইনের উদ্যোগে নেওয়া বিভিন্ন কার্যক্রম দেখে খুব ভালো লাগছে। লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম সেলিম উদ্দিন খোকন চৌধুরী এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ. ন. ম. নোমান।

সভাপতির বক্তব্যে ডা. ইকবাল হোসাইন বলেন, ‘ট্রমা সেন্টারটি একসময় প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। যোগদানের পর সবার সহযোগিতায় এটি চালু করেছি। রোগীদের দুর্ভোগ কমাতে এখন যুক্ত করা হয়েছে আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন। এই মেশিনের মাধ্যমে ২০ ধরনের এক্স-রে পরীক্ষা করা সম্ভব হবে। আমাদের লক্ষ্য—রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন জামায়াতের আমির হামিদুর রহমান, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম এ সাইফুল্লাহ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুমন চৌধুরী, পদুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জিয়া উল হক, নুরুল ইসলাম সিকদারসহ অনেকে।

আবুল কালাম আজাদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর