Logo

সারাদেশ

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ চলছে : সচিব

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২০:১৬

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ চলছে : সচিব

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তিনি খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজার ও গুইমারা উপজেলার রামসু বাজারের ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সচিব বলেন, ‘সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা পুনর্বাসনের আওতায় এনেছি। এ বিষয়ে পার্বত্য বিষয়ক উপদেষ্টা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। আজ পুনরায় পরিদর্শনে এসে ক্ষতির বাস্তব চিত্র দেখছি। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারি, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর