সুনামগঞ্জে সাইকেলসহ পুকুরে পড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২০:২০
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কুশিউড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাহিম (৭) ও মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ (৮)। তারা দুজনই পাশাপাশি বাড়ির বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, বিকালে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে সাইকেল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে তারা প্রায় ৬০০ ফুট দূরে একটি বাড়ির পাশের পুকুরের পাড়ে যায়। সেখানে অসাবধানতাবশত সাইকেলসহ পুকুরে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর স্থানীয় ইব্রাহীম আলী নামের এক ব্যক্তি পুকুরে তাদের দেহ ভাসতে দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়েছেন।’
আব্দুল হালিম/এআরএস

