Logo

সারাদেশ

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৭

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২০:২৪

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৭

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতা ও কর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বরপা এলাকা ও পূর্বাচল চেকপোস্ট থেকে রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে তাদের আটক করে।

আটককৃতরা হলেন—মোস্তফা সারোয়ার নিশাত, রুহল আমিন নেভী, জাহিদুল হাসান, মো. সাইফুল ইসলাম, মনি শিকদার, মো. রায়হান ও মো. রফিকুল।

পুলিশ জানায়, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করার উদ্দেশ্যে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ বরপা ও পূর্বাচল চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা রাজনৈতিকভাবে লকডাউনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এন বি আকাশ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রলীগ নিষিদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর