Logo

সারাদেশ

ফেনীতে চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মালামাল জব্দ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২০:৪২

ফেনীতে চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মালামাল জব্দ

ছবি : বাংলাদেশের খবর

ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, শীতের পোশাক ও চকলেট জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

বুধবার (১২ নভেম্বর) সকালে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৭৪ হাজার ৬৩০ টাকা। জব্দকৃত মালামাল ফেনী কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

ফেনীস্থ বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর