Logo

সারাদেশ

বিজিবির অভিযান

রংপুর রিজিয়নে এক বছরে ৬৭ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

Icon

আবু সালেহ, ঠাকুরগাঁও

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২০:৪৮

রংপুর রিজিয়নে এক বছরে ৬৭ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

ছবি : বাংলাদেশের খবর

  • রংপুর রিজিয়নের আওতাধীন বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে গত এক বছরে ৫৫৬ জন চোরাচালানির বিরুদ্ধে মামলা দায়েরসহ ৬৭ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

  • বুধবার (১২ নভেম্বর) দুপুরে ৫০ বিজিবি কাজিমদ্দীন হলে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

    রংপুর রিজিয়নের আওতায় মোট ১৩৬৬.৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও রংপুর জেলার সীমান্ত এলাকা অন্তর্ভুক্ত। এসব এলাকায় বিজিবি সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    গত এক বছরে বিজিবি সদস্যরা জব্দ করেছে ৭৩,০৪,৩৪ বোতল ফেন্সিডিল, ১,৭৭,৮১১ বোতল বিদেশি মদ, ২,০৩১ ক্যান বিয়ার, ১,২৯,১৬৬ কেজি গাঁজা, ২,৬৩৬ কেজি ইয়াবা, ১৩,০১৬টি ইনজেকশন, ২,৫০০টি ফেন্সিডিল ট্যাবলেট, ৪,০৩,২৪০টি অন্যান্য ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার দেশি-বিদেশি চোরাচালানি পণ্য।অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে: ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি। এছাড়াও উদ্ধার হয়েছে স্বর্ণ, রূপা, পোশাক, গাড়ির যন্ত্রাংশ ও মোবাইল ফোন।

    প্রতিবছর ৩৬০টি মানবপাচার প্রতিরোধমূলক সভা, ২৩৬টি সচেতনতামূলক সভা এবং বিভিন্ন বিদ্যালয়ে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নারী ও শিশুপাচার প্রতিরোধে বিজিবি সীমান্তবর্তী এলাকায় নিয়মিত মিটিং, প্রচারণা ও টহল কার্যক্রম চালাচ্ছে।

    বিজিবি কর্তৃপক্ষ জানান, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমন, মানব ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির কার্যক্রম জোরদার করা হবে।

    আবু সালেহ/এআরএস

    প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

    বিজিবি

    Logo
    সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর