আলফাডাঙ্গায় এসএসসি ফল পর্যালোচনা ও অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২১:২৬
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
প্রধান অতিথি রাসেল ইকবাল তার বক্তব্যে শিক্ষার্থীদের সফলতার জন্য অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, 'শুধুমাত্র ভালো ফল নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এসএসসি পরীক্ষার ফল বিশ্লেষণ করে দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।'
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান।
বিশেষ অতিথি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং অভিভাবকের সঠিক তদারকির মাধ্যমে শিক্ষাঙ্গণকে আরও গতিশীল করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী মৃধা শিক্ষার পরিবেশ উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামী শিক্ষাবর্ষে উন্নত ফলাফল অর্জনের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
সমাবেশে উপস্থিত অভিভাবকগণও মুক্ত আলোচনায় অংশ নিয়ে গঠনমূলক মতামত দেন এবং সন্তানের শিক্ষার জন্য বিদ্যালয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

