Logo

সারাদেশ

বরগুনায় জুলাই স্মৃতি স্তম্ভে আগুন

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪১

বরগুনায় জুলাই স্মৃতি স্তম্ভে আগুন

ছবি : ভিডিও থেকে নেওয়া

বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে জেলা সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঘটনার একটি ১১ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত ব্যক্তিরা স্মৃতি স্তম্ভের বেদীতে জ্বালানি তেল ছিটিয়ে দিয়াশলাই জাতীয় কিছু দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন জ্বলে উঠলে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

খবর পেয়ে বাড্ডা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, স্মৃতি স্তম্ভে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ‘দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত চলছে, পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাতে সাতক্ষীরার জুলাই স্মৃতি স্তম্ভেও দুর্বৃত্তরা একইভাবে আগুন দেয়। সেই ঘটনার ভিডিওতে যুবলীগ ও শেখ হাসিনার নামে স্লোগান শোনা যায়।

খান নাঈম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর