বাংলাদেশের খবর
চাঁদপুর শহরের গুনরাজদী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে এ ঘটনায় কেউই গ্রেপ্তার হয়নি।
বুধবার (১২ নভেম্বর) রাতে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান আছে। এরই অংশ হিসেবে আজ সন্ধ্যায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত যৌথ অভিযানে চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী এলাকা থেকে একটি ৭ এমএম পিস্তল (ভারতের তৈরি), একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড পিস্তল এ্যামুনেশন উদ্ধার করা হয়।
অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’
আলআমিন ভূঁইয়া/এনএ

