গণপূর্ত অফিসের গাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ
অংকন তালুকদার
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৬
ছবি : বাংলাদেশের খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জের গণপূর্ত অফিসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এ সময় অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মডেল স্কুল রোডে। গণপূর্ত অফিসের কর্মচারীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।
জেলা পুলিশ ও প্রশাসন জানিয়েছেন, জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে, আতঙ্কের কিছু নেই। গণপূর্ত কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গণপূর্ত অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতপরিচয় কয়েকজন অফিসের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে নেওয়ার পর কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতি হয়নি।
এমএইচএস

