Logo

সারাদেশ

গোপালগঞ্জে গ্রাম আদালতে ৭২৭ মামলা নিষ্পত্তি

আদায় ১ কোটি ১২ লাখ টাকা

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৫

গোপালগঞ্জে গ্রাম আদালতে ৭২৭ মামলা নিষ্পত্তি

গোপালগঞ্জে জেলা পর্যায়ের গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও করণীয় নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে জেলা পর্যায়ের গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও করণীয় নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, গোপালগঞ্জের ৬৭টি ইউনিয়নে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৯২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭২৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। যার মাধ্যমে ১ কোটি ১২ লাখ কোটি টাকা আদায় করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্বচ্ছতা সন্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গ্রাম আদালতকে গতিশীল করতে এখানে উপস্থিত সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। আপনারা স্থানীয় পর্যায়ে সাধারণ জনগণকে গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে হবে। ইউনিয়ন পরিষদে এজলাস স্থাপন ও মেরামতের দায়িত্ব ইউনিয়ন চেয়ারম্যানদের দিতে হবে। এছাড়া বিচারকরা যাতে ন্যায়সংগতভাবে বিচার করেন, সে বিষয়ে নজর দিতে হবে।

উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল বলেন, হিসাব সহকারীরা গ্রাম আদালতের পেশকার। আপনারা ইউনিয়ন পরিষদের অন্যান্য দায়িত্বের পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রমও গুরুত্ব সহকারে পালন করবেন। প্রতি ইউনিয়নে মাসে কমপক্ষে পাঁচটি মামলা গ্রহণ ও নথি হালনাগাদ রাখতে হবে। যারা ইতিমধ্যেই ভালো কাজ করছেন, তাদের আরও ভালো করার জন্য উৎসাহিত করতে হবে। আর যারা পিছিয়ে রয়েছেন, তাদের কার্যক্রম উন্নয়নের উদ্যোগ নিতে হবে।

সভায় এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. আলিউল হাসানাত খান জানান, গোপালগঞ্জের ৬৭টি ইউনিয়নে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৯২টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে উচ্চ আদালত থেকে ৭২টি মামলা প্রেরণ করা হয়েছে। এ সময়ে ৭২৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। যার মাধ্যমে ১ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৯৪০ টাকা আদায় হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে বাস্তবায়িত অন্যান্য কার্যক্রমের তথ্যও উপস্থাপন করা হয়।

সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারি কমিশনার রুনাল্ট চাকমা। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সরকার শাখার প্রতিনিধিসহ ৬৭টি ইউনিয়নের হিসাব সহকারী ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন ৮৭ জন।

অংকন তালুকদার/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর