Logo

সারাদেশ

পর্যটক আকর্ষণে তেঁতুলিয়ায় নতুন রিসোর্ট উদ্বোধন

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৫২

পর্যটক আকর্ষণে তেঁতুলিয়ায় নতুন রিসোর্ট উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটক আকর্ষণে সমতল চা বাগানে গড়ে ওঠা টি ভ্যালি গ্রীণ রিসোর্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিসোর্টটির ফিতা কেটে উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ‘তেঁতুলিয়ার পর্যটন শিল্প বিকাশে এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। এতো সুন্দর মনোরম পরিবেশে চা বাগানের মাঝে দৃষ্টিনন্দন টি ভ্যালি গ্রীণ রিসোর্ট নির্মাণ করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। আশা করি আরও উদ্যোক্তা এগিয়ে আসবেন, যাতে পর্যটকদের প্রত্যাশা ও চাহিদা পূরণ করা যায়।’

রিসোর্টটির একজন মালিক শহীদুল ইসলাম বলেন, ‘আজ আমরা আনুষ্ঠানিকভাবে রিসোর্টটির উদ্বোধন করেছি। আশা করছি এটি সবার ভালো লাগবে। আমাদের রিসোর্টের বিশেষত্ব হলো সবুজের বুকে নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং প্রয়োজনে পর্যটন শিল্প বিকাশে পরামর্শ দিবেন।’

জানা যায় , তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় সড়কের পাশে সমতল চায়ের বাগানে রিসোর্ট তৈরির উদ্যোগ নিয়েছেন চার তরুণ—কালান্দিগঞ্জের সোহরার্দী, শহীদুল ইসলাম, রাসেল মাহমুদ রনি ও ফজর আলী। দুই একরের বেশি জমিতে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রিসোর্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় পর্যটকদের নজর কাড়ছে।

উদ্বোধনের আগেই রিসোর্টটিতে পর্যটকদের বুকিং হিড়িক পড়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাইকার গ্রুপ রিসোর্টটি বুকিং দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, বনভোজন ও রাত্রি যাপনের আয়োজন করবে বলে আশা করা হচ্ছে। এই ধারণা দিয়েছেন তেঁতুলিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজম, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন এবং অন্যান্য সংশ্লিষ্ট পর্যটন ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ রাজনৈতিক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রিসোর্টটির পরিচালকবৃন্দ।

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর