Logo

সারাদেশ

লামায় নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ১

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৫৬

লামায় নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ১

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের লামায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বে মশাল মিছিলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা ও আশেপাশে মিছিল করা হয়।

মিছিলের খবর পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে রফিক আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে। রফিক ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ারের ছেলে।

জানা যায়, মশাল মিছিলে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন। মিছিলে প্রায় ২০-২৫ জন অংশগ্রহণ করে। মিছিলে আওয়ামী লীগের পক্ষ থেকে ‘বান্দরবানের মাটি শেখ হাসিনার ঘাঁটি’ এবং ‘১৩ তারিখ লকডাউন সফল করুন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

কুতুব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

এদিকে লামার ৫ নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এটি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর