ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ ঘর পুড়ে ছাই
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:১৩
ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তর ফকদনপুর কৈলাস মেম্বার পাড়া গ্রামে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি প্রায় ৬ লাখ টাকা ধরা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তাদের কাছে পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। স্থানীয়রা প্রশাসনের কাছে তাদের সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।
আবু সালেহ/এআরএস

