বুলডোজারে মুজিবের 'এক তর্জনি' স্তম্ভ ধূলিসাৎ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:১৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শহরের স্বাধীনতা চত্বরে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ গুড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে তারা এ মিছিল করেন। পরে শহরের শহিদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত স্তম্ভটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
এর আগে ৫ আগস্ট চব্বিশে জুলাই আন্দোলনের সময় এই স্তম্ভটি আংশিকভাবে ভাঙচুর করা হয়েছিল। বাকি থাকা অংশ এবার পুরোপুরি ধ্বংস করা হলো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে অতীতে অগ্নিসংযোগ ও গণহত্যা চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আজও শহিদদের রক্তে রাজপথ ভেজা। আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞের প্রতিবাদে ছাত্র-জনতা স্তম্ভটি গুড়িয়ে দিয়েছে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঝিনাইদহে দেখা যায়নি। বৃহস্পতিবার সকাল থেকে বাস-ট্রাকসহ সকল যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও অফিস-আদালতের কার্যক্রমও স্বাভাবিক ছিল। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সন্ত্রাস ও নাশকতা রোধে বুধবার রাত ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মিছিল করেছে। ঝিনাইদহ জেলা পুলিশ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এম বুরহান উদ্দীন/এআরএস/এক্সএ/এএইচকে

